৩১শে জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২২
জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেন, দেশ আজ বৈশ্বিক সংকট, বাজার সিন্ডিকেটের কারনে নিত্যপণ্যের বাজারের অস্থিতিশীলতা সংকট এবং বিএনপি-জামাতের সাংবিধান বানচালের চক্রান্তের মুখে দাড়িয়ে আছে।
বিএনপি-জামাত ও তাদের মিত্রদের নির্বাচন বর্জনের ট্রেন দেশকে ঠেলে দিচ্ছে সাম্প্রদায়িকতার পথে।
শুক্রবার সকাল ১১টায় জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের জাতীয় কমিটির সভা যুব জোট সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি।
সভা পরিচালনা করেন যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন। বক্তব্য রাখেন যুব জোট সহ-সভাপতি কাজী সালমা সুলতানা, আমিনুল আজিম বনি, ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ সুমন, প্রদীপ কুমার রায়, আমিনুল ইসলাম কহিনুর, যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ সামসুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক রমজান আলী শিকদার, গোলাম সরোয়ার জাহান, প্রচার সম্পাদক অজিত কুমার দাস হিমু, আইন বিষয়ক সম্পাদক এড. হাসান আকবর আফজাল, আন্তর্জাতিক সম্পাদক এস এম মইনুল ইসলাম খান, তৌহিদা খাতুন কমল প্রমুখ।
হাসানুল হক ইনু এমপি বলেন, বিএনপি-জামাতের সরকার উৎখাতের হুঙ্কারের সাথে সাম্প্রদায়িক জঙ্গীদের উত্থান ঘটেছে।
তিনি বলেন, জঙ্গীবাদ-সাম্প্রদায়িক শক্তি উত্থানে সংবিধান বদলের শংকা তৈরী হয়েছে। দুর্নীতি-দলবাজীর সংকট সমাধানযোগ্য। তিনি বলেন, জঙ্গীবাদ ভয়াবহ সংকট। ৭৫ এরপর জাতীয় মীমাংসিত বিষয় অমীমাংসিত করা হচ্ছে। মুক্তিযুদ্ধ, সংবিধান, জাতির পিতা নিয়ে বির্তক করা হচ্ছে। বৈশ্বয়িক কারনে দেশের অর্থনীতিতে সংকট, বাজার সিন্ডিকেটের কারনে নিত্যপন্যের মূল্যবৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, বিএনপি-জামাত ও তাদের মিত্রদের নির্বাচন বর্জনের আওয়াজ তুলে অস্বাভাবিক সরকার আনার ষড়যন্ত্র করছে, আর অস্বাভাবিক সরকারের হাত ধরে তালেবানী সরকার বা বিএনপি-জামাতের সাম্প্রদায়িক সরকার আনার চক্রান্ত হচ্ছে।
তিনি বলেন, বিনেপি-জামাত ধোয়া তুলসিপাতা নয়। এদের অতীত রেকর্ড খুবই খারাপ। বিএনপি-জামাতে আমলে দেশে একই দিনে ৫০০ স্থানে বোমা বিষ্ফোরন, বাঙলাভাই, ১০ট্রাক অস্ত্র, ২১ আগষ্ট করেছে। এদের কাছে দেশের অর্থনীতির সংকট মোকাবেলায় কোন প্রস্তাব নেই।
ইনু বলেন, এ মুহুর্তে দেশের অর্থনীতির সংকট মোকাবেলার পাশাপাশি বিএনপি-জামাতের নির্বাচন বর্জনের ট্রেন আটকানো, ভুতের সরকার গঠনের চক্রান্ত রুখে দেয়া জাতীয় কর্তব্য।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com