ঢাকা ১৭ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


নীল আকাশের নিচে

Red Times
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৪, ০৮:২৯ অপরাহ্ণ
নীল আকাশের নিচে

স্মৃতি রানী দে

 

নীল আকাশের নিচে বসে,
সবুজ ঘাসের বুকে,
হৃদয় খুঁজে পায় প্রশান্তি,
নদীর মিঠে স্রোতে।

পাখির ডাকে মেলেছে ডানা,
মেঘের দেশে উড়ছে,
আলো-ছায়ার খেলায় বুনছে,
স্বপ্নের নতুন জগতে।

পথ চলতে চলতে থেমে যায়,
ফুলের গন্ধে মুগ্ধ,
এই নীল আকাশের নিচে,
সব স্বপ্ন যেন চিরসত্য।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930