স্মৃতি রানী দে
নীল আকাশের নিচে বসে,
সবুজ ঘাসের বুকে,
হৃদয় খুঁজে পায় প্রশান্তি,
নদীর মিঠে স্রোতে।
পাখির ডাকে মেলেছে ডানা,
মেঘের দেশে উড়ছে,
আলো-ছায়ার খেলায় বুনছে,
স্বপ্নের নতুন জগতে।
পথ চলতে চলতে থেমে যায়,
ফুলের গন্ধে মুগ্ধ,
এই নীল আকাশের নিচে,
সব স্বপ্ন যেন চিরসত্য।
সংবাদটি শেয়ার করুন