১৮ই এপ্রিল ২০২১ ইং | ৫ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০১৭
বৃথাই সকল
তুই একা একা কাঁদবি জানি মনের গহীনে
সারাটি রাত ঘুমের ঘোরে স্বপ্ন যাই বুনে।
ছিলি ভিষন অপেক্ষাতে তীব্র দাবানল
বীজগুলো সব অন্কুরিত সবুজদলে দল।
দেবী ভেবে অর্ঘ্যদিস সকাল সন্ধ্যা রাত
এডাল ওডাল ঘুরে বেড়াই বুনো পাখির জাত।
ভালোবাসায় বাঁধাপরে মন দিয়েছিস পাছে
খারাপ আমি বাঁজে মে আসিস নে তুই কাছে।
ভালোলাগার সময়গুলো আমার কাছে বেঁধে
পাথর ভিষন সময়গুলো ভালোবাসায় কেঁদে
কবিতাসকল যাস যে লিখে নিয়ম করে রোজ
দিকভোলা এক পথিক আমি রাখিসনিকো খোঁজ,
করবি প্রনাম সারাজনম দেবী দেবী করে
অঞ্জলী তোর বৃথাই যাবে
সকাল সন্ধ্যা ভোরে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766