২৭শে ফেব্রুয়ারি ২০২১ ইং | ১৪ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৯
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘নুসরাত হত্যা নিয়ে বিএনপি রাজনীতি করছে । যারা রাজনীতির নামে পুড়িয়ে মানুষ মেরেছে, দেশে মানুষ মারার রাজনীতি চালু করেছে। তাদের মুখে নুসরাতকে নিয়ে মায়াকান্না শোভা পায় না। বিএনপি নেতাদের নুসরাতের বাড়ি যাওয়া মূলত আলগা সোহাগ।’
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি সব কিছুতে রাজনীতি টেনে নিয়ে আসে। এটা ঠিক নয়। নুসরাত হত্যা দুঃখজনক ও মর্মান্তিক। এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা পুরো দেশকে নাড়া দিয়েছে।’
তিনি বলেন, ‘এ ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িতদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। প্রশাসনের কেউ থাকলে তাদেরও বিচার হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। কারণ যারাই এ ঘটনা ঘটিয়েছেন তারা সবাই দুর্বৃত্ত।’
সংসদে বিএনপির যোগ দিচ্ছে কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী ড . হাসান মাহমুদ বলেন, ‘পত্রিকায় দেখলাম বিএনপি সংসদে যাওয়া বিষয়ে বৈঠক করেছে। যদি তারা সংসদে যাওয়ার সিদ্ধান্ত নেই, তাহলে তা হবে ইতিবাচক। তাদের সংসদে যোগদানকে দেশবাসী স্বাগত জানাবে। আমরাও স্বাগত জানাই। গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে তাদের সংসদে যোগ দেওয়া উচিত। বিএনপি এখন যেমন সরকারের বিরুদ্ধে কথা বলছে, তেমনি সংসদেও কথা বলতে পারবে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766