৩রা ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৫
এসএনবি ডেস্ক: নেত্রকোনার বারহাট্টায় অরুণ বিশ্বাস (৪০) নামে এক প্রধান শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ছয়াগাও গ্রামের মনাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
নিহত অরুণ বিশ্বাস (৪০) মনাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বাড়ি উপজেলার গড়মা গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে শিক্ষক অরুণ বিশ্বাস স্কুলে গেলে গাছ কাটাকে কেন্দ্র করে স্থানীয় দুর্বৃত্তরা তাকে এলোপাথারিভাবে কোপায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাজিবুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাছাড়া আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com