এসবিএন ডেস্ক:
নড়াইলে বিভিন্ন মামলা ও অভিযোগে ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, জেলায় অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা নড়াইল সদর থানায় ১৩ জন, লোহাগড়া থানায় ১১ জন, কালিয়া থানায় ১১ জন এবং নড়াগাতী থানায় সাতজন। অভিযানকালে সদর থানা পুলিশ পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে।
পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র আরো জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন মাদকসেবী ও বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেছে। নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদটি শেয়ার করুন