ঢাকা ৯ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


নয়াপল্টনের পরিবর্তে আরামবাগ চেয়ে পুলিশের কাছে বিএনপি’র মৌখিক আবেদন

redtimes.com,bd
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২২, ০৮:৫৯ অপরাহ্ণ
নয়াপল্টনের পরিবর্তে আরামবাগ চেয়ে  পুলিশের কাছে বিএনপি’র মৌখিক আবেদন
সদরুল আইন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
১০ই ডিসেম্বর ঢাকার নয়াপল্টনে গণসমাবেশ করতে চায় বিএনপি। তবে আইনশৃঙ্খলা বাহিনী নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেয়নি।
গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার ১১ দিন আগেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয় ডিএমপি। বিএনপি নয়াপল্টনেই সমাবেশ করতে অনড়।
এদিকে গত কয়েকদিনে চলমান ধরপাকড়ে কিছুটা নমনীয় হয়েছে দলটি। সোমবার থেকে বিকল্প ভেন্যুর চিন্তাও করছেন দলটির শীর্ষ নেতারা।
সংঘাত ও চলমান ধরপাকড় এড়ানোসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় কৌশলের অংশ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বিকল্প ভেন্যু চেয়েছেন তারা। নয়াপল্টনের বিকল্প ভেন্যু হিসেবে আরামবাগ চায় বিএনপি।
সূত্র জানায়, যে কোনো মূল্যে ১০ই ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ করতে চায় দলটি। নয়াপল্টনে অনুমতি না থাকায় আরামবাগ সিএনজি পাম্পের সামনের সড়কে সমাবেশ করতে চায় দলটি।
গত রোববার বিকেলে এবং আজ মৌখিকভাবে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। সংঘাত ও চলমান ধরপাকড় এড়াতেই নয়াপল্টনের বিকল্প ভেন্যুর এই প্রস্তাব দেয় তারা।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930