নিউজ ডেস্ক:
দুইজন দুরারোগ্য রোগীর চিকিৎসা-সহায়তার জন্য মানবিক আয়োজন। কবি-সম্পাদক শাহিন লতিফ ও সোনিয়া জামান।
শাহিনের অকালেই চোখের আলো নিভে যাচ্ছে; আর সোনিয়ার ক্যান্সার-এর ‘চিকিৎসা-সহায়তা তহবিল’ গঠনের উদ্দেশ্যে শিল্প-সাহিত্য-ক্রীড়া ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান ফিটস ফাউন্ডেশনের উদ্যোগে ভারতীয় সংগীতশিল্পী, ‘পঞ্চকবিকন্যা’ খ্যাত ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম-প্রজন্ম কবি ও বাচিকশিল্পী জয়দীপ চট্টোপাধ্যায় এবং বাচিকশিল্পী নিবেদিতা চৌধুরীর অংশগ্রহণে ঢাকাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে ২৬ মে শুক্রবার সন্ধ্যা ৬টায় ‘পঞ্চকবির গান ও কবিতা’ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়েছে।
‘মানুষ মানুষের জন্যে’—এই উপলব্ধি থেকেই অনুষ্ঠানের জন্য ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, জয়দীপ চট্টোপাধ্যায় আর নিবেদিতা চৌধুরী কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। অনুষ্ঠানের টিকেট বিক্রির টাকা দুরারোগ্য রোগীদের চিকিৎসা তহবিলে দেয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার এবং কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম।
অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করতে, প্রচার-প্রসার-সহায়তা ও মিডিয়া কাভারেজের জন্য আপনার/আপনাদের সার্বিক সহায়তা কামনা করছি।
ড. গোলাম মোস্তফা
চেয়ারম্যান
ফিটস ফাউন্ডেশন
সংবাদটি শেয়ার করুন