২৮শে জানুয়ারি ২০২১ ইং | ১৪ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এসবিএন ডেস্ক: পঞ্চগড়ের দেবীগঞ্জে মন্দিরের পুরোহিত অধ্যক্ষ মহারাজ যজ্ঞেশ্বর রায়কে (৫০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সহকারী গোপাল চন্দ্র রায়কেও গুলি করা হয়।
রোববার সকাল ৭টার দিকে উপজেলার সন্তগৌরীয় মঠে এ ঘটনা ঘটে।
দেবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ বাবুল আক্তার মারফত জানা যায়, সকালে একটি মোটরসাইকেলে ৩ জন আরোহী এসে ৪র্থ করতোয়া সেতুর সন্নিকটে সন্তগৌরীয় মঠের পুরোহিতকে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে এবং বোমা মেরে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
এ সময় পুরোহিতকে বাঁচানোর জন্য এগিয়ে এলে তার সহকারী গোপাল চন্দ্রকেও দুর্বৃত্তরা গুলি করে। তাকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
পঞ্চগড়ের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. কফিলউদ্দিন ঘটনাস্থলে রয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে বলে তিনি জানান।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766