এসবিএন: বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলা শাখার ধর্মসভায় সন্ত্রাসী হামলার বিচার, হিন্দু পার্সোনাল ল’তে তালাক প্রথার সংযোজনের অপচেষ্টা এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় গৌড়ীয় মঠের অধ্যক্ষ পুরোহিত যঞ্জেশ্বর মহারাজকে হত্যার প্রতিবাদে যৌথ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচির আয়োজন করে জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলা ও মহানগর, ইসকন সিলেট, শারদাঞ্জলী ফোরাম সিলেট, অগ্নিবীর সিলেট ও সনাতন বিদ্যার্থী সংসদ শাবিপ্রবি।
হিন্দু মহাজোট জেলা সভাপতি অ্যাডভোকেট মিলন ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক রাজ কুমার দাসের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসকন সিলেটের সাধারণ সম্পাদক শ্রী ভাগবত করুনা দাস ব্রক্ষ্মচারি, সহ-সাধারণ সম্পাদক শ্রী প্রান্ডব গোবিন্দ দাস ব্রক্ষ্মচারি, সহকারী পরিচালক সিদ্ধ মাধব দাস, বিয়ানীবাজারের শ্রীবাস অঙ্গনের অধ্যক্ষ সিদ্ধগৌর দাস ব্রক্ষ্মচারি, হিন্দু মহাজোট জেলার সাধারণ সম্পাদক শ্রী অতীন্দ্র দেব, সহ-সভাপতি শুভ্রাংশ দে অপু, দুলাল চন্দ্র সরকার, বিকাশ রায়, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রনজু দেবনাথ, মহানগর সভাপতি অ্যাডভোকেট সুশীল চন্দ্র দাস, সহ-সভাপতি নেহার রঞ্জন দাস বাচ্চু, সাধারণ সম্পাদক অ্যাভোকেট গঙ্গেশ চন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক শ্যামল দে, অ্যাডভোকেট দিপঙ্কর পাল রনিম সুদিপ রায়, লিটন দাস, জুয়েল দাস, বিকাশ দাস, অবিনাশ চক্রবর্তী, জুয়েল দাস, বৌদ্ধ দাস টুটুল, রানা প্রতাব হীরা, ছাত্র মহাজোটের সভাপতি জয়দেব পাল, সুমন পাল, শারদাঞ্জলী ফোরামের শ্রী দেবাশীষ পাল, দিলিপ দাস, রিপন দেব, ভূষন দাস, অগ্নিবীরের সভাপতি শান্তকুমার কর, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও অগ্নিবীর সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক সুজিত দাস, প্রচার সম্পাদক বিজয় মালাকার, লিমন সরকার, ঝুমন তালুকদার, বিজয় চন্দ, বাপ্পান পুরকায়স্থ প্রমুখ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com