৩রা মার্চ ২০২১ ইং | ১৮ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১
পঞ্চম ধাপে দেশের ৩১ পৌরসভার ভোটগ্রহণ আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার বিকেলে ইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পঞ্চম ধাপে ৩১ পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি ও ভোটগ্রহণ ২৮ ফেব্রুয়ারি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ৩১টি পৌরসভার সব পৌরসভার ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে।
করোনাভাইরাসের মহামারির মধ্যে গত বছরের ২৮ ডিসেম্বর দেশের ২৪ পৌরসভায় প্রথম ধাপের ভোটগ্রহণ সম্পন্ন করে ইসি। এরপর চলতি বছরের ১৬ জানুয়ারি ৬০ পৌরসভার ভোটগ্রহণ শেষ করে প্রতিষ্ঠানটি।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, তৃতীয় ধাপে দেশের ৬৪টি পৌরসভার ভোটগ্রহণ আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপে ৫৮টি পৌরসভার ভোটগ্রহণ ১৪ ফেব্রুয়ারি সম্পন্ন হবে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766