মাহমুদুন্নবী, পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলার নজিপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান মো: হাবিবুর রহমান মিন্টু’র উপর হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক নেতা মো: মিজানুর রহমান বকুল এর উপর। এবিষয়ে চেয়ারম্যান মো: হাবিবুর রহমান মিন্টু বাদী হয়ে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পত্নীতলা থানা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা যায়, পত্নীতলার নজিপুর সদর ইউনিয়নের নাদৌড় গ্রামের মো: রতন এবং মোছা: জুলেখা বেগমের লিখিত আবেদনের সূত্রে স্মরেজমিনে সমস্যা সমাধান করতে যান অত্র ইউনিয়ন চেয়ারম্যান মো: হাবিবুর রহমান মিন্টু। মো: রতন আবেদন করেন পানি নিষ্কাষনের জন্য জলডাঙ্গাটি পূণর খননের। অপরদিকে মোছা: জুলেখা বেগম আবেদন করেন বাড়ি থেকে বের হবার মতো রাস্তা তৈরী করার জন্য। উভয়ের সমস্যা সমাধানের জন্য স্থানীয় মেম্বার এর মাধ্যমে অত্র এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের ডেকে আলোচনায় বসেন। আলোচনায় সকলের মতামতের ভিত্তিতে উভয়ের সমস্যা সমাধানের লক্ষে ১৩ ফিট জলডাঙ্গাটি সমস্যা সমাধানের ৯ ফিট পূণর খনন এবং ৪ ফিট রাস্তা তৈরীর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত মোতাবেক ৪ ফিট জায়গার উপর মাটি দিয়ে চলাচলের মতো রাস্তা তৈরীও করা হয়। হঠাৎ দেখা যায় খাস জলডাঙ্গার পাশের ধানি জমির মালিকের ভাই পুরো জলডাঙ্গাকে চাষযোগ্য করে ধান রোপন করেন। স্থানীয় মেম্বারের মাধ্যমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আবারো ডেকে বিষয়টি খতিয়ে জানতে পেয়ে আবারো ঘটনাস্থলে যান ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু। খাস জলডাঙ্গাটি কেন পূরণ করা হলো জানতে চাইলে মো: মিজানুর রহমান বকুল চেয়ারম্যানের উপর ক্ষিপ্ত হয়ে বলেন, আমার দল ক্ষমতায় আছে এসব জায়গার মালিক এখন আমরা। কথা বলার এক পর্যায়ে অভিযুক্ত মো: মিজানুর রহমান বকুল চেয়ারম্যানের উপর হামলা করে।
অভিযুক্ত মো: মিজানুর রহমান বকুল বলেন, যেহেতু এটি জলডাঙ্গা ছিলো জলডাঙ্গায় থাকবে এখান দিয়ে কোন রাস্তা হবেনা। চেয়ারম্যানের উপর হামলার বিষয়ে বলেন, কথা কাটাকাটির এক পর্যায়ে আমি রেগে গিয়ে এই অনাকাঙ্খিত ঘটনাটি ঘটেছে।
এবিষয়ে নজিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: হাবিবুর রহমান বলেন, দুইটি লিখিত আবেদনের প্রেক্ষিতে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিদের নিয়ে ঘটনাস্থলেই বসেছিলাম উভয়ের সমস্যা সমাধানের লক্ষে। আলোচনান্তে সিদ্ধান্ত গ্রহণ করাও হয়েছিল। যে সিদ্ধান্তটি উভয়ের সম্মত্তি ছিলো। কিন্তু এই সিদ্ধান্তটি তৃতীয় পক্ষের কাছে পছন্দ না হওয়ায় তিনি ( মিজানুর রহমান বকুল ) নিজের স্বার্থ্য হাসিল করার লক্ষে সকলের সিদ্ধান্ত কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খাস জলডাঙ্গাটি দখল করে চাষযোগ্য করেন। স্থানীয় গণ্যমাণ্য বক্তিদের নিয়ে এর প্রতিবাদ করতে গেলে তিনি ক্ষমতার অপব্যবহার করে আমার উপর হামলা করেন। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছি এবং নিজের নিরাপত্তার জন্য পত্নীতলা থানায় সাধারণ ডায়েরী করেছি। আশা রাখছি ন্যায় বিচার পাবো আমি।
পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: পপি খাতুন বলেন, এবিষয়ে উভয় পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোজাফ্ফর রহমান বলেন, এবিষয়ে নজিপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান মো: হাবিবুর রহমান মিন্টু থানায় এসে একটি সাধারণ ডায়েরী করেছেন। তদন্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com