ঢাকা ১৫ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


পত্নীতলায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণ্যাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

redtimes.com,bd
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২২, ০১:৩৯ অপরাহ্ণ
পত্নীতলায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণ্যাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

মাহমুদুন্নবী, পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি:

 

 

কাতার বিশ্বকাপ সেমিফাইনালে মঙ্গলবার   রাত ১  টায় খেলবে আর্জেন্টনা।  এজন্য পত্নীতলায় আর্জেন্টনা সমর্থকদের  বর্ণ্যাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি নজিপুর পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

 

সোমবার বিকেলে নজিপুর সরদারপাড়া মোড় থেকে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে আর্জেন্টনা সমর্থকগোষ্টী শোভাযাত্রা করে।  এতে নেতৃত্ব প্রদান করেন নজিপুর বাসস্ট্যান্ড বণিক সমিতির সভাপতি শহিদুল আলম বেন্টু, সাধারণ সম্পাদক এ.জেড মিজান ও বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান জনি।

শোভাযাত্রা শুরুর পূর্বে আর্জেন্টনা সমর্থকরা জানান, পৃথিবীর ইতিহাসে ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবলে খুবই জনপ্রিয় এবং প্রথম সারির দল। কারণ এই দলের খেলোয়াররা খেলার ছন্দ, তাল মিলিয়ে খেলে। আমরা আগেও আর্জেন্টিনার সমর্থক ছিলাম , এখনো আছি আর ভবির্ষ্যতেও  থাকবো। আজ আগামীকাল রাত ১ টায় ক্রোয়েশিয়ার  বিপক্ষে আমরাই জিতবো।

এসময় নজিপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক এ. জেড মিজান বলেন, আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাহাদ ব্রাজিলের সমর্থক। তিনি যদি আমাদের আর্জেন্টনা দলে আসেন তাহলে আমরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিবো

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031