শনিবার (১৮ জুন) সকাল ১০ টায় পত্নীতলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) ও সহকারী কমিশনার ভূমি মো: রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থাানীয় সংসদ সদস্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব শহীদুজ্জামান সরকার ( এমপি)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার। স্বাগত বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ প্রকাশ চন্দ্র সরকার।
আরো উপস্থিত ছিলেন, নজিপুর পেীর মেয়র আলহাজ্ব রেজাউল কবীর চেীধুরী, পত্নীতলা থানার ওসি তদন্ত অর্পণ কুমার দাস, সাবেক মেয়র আমিনুল হক, সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনুল কালাম আযাদ ও ফাতেমা ঝর্ণা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল রাহাদ ও খাদিজাতুল কোবরা মুক্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভা শেষে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কৃষি প্রযুক্তি মেলায় এসে শেষ হয়।