শাহিদা ইসলাম
আমরা চার বন্ধু রওয়ানা দিলাম পদ্মাসেতু দেখতে. যদিও আমার আগে তিন বার দেখা হয়েছে. তবে গাড়িতেই থেকেছি শুধু।
বন্ধু পারুল যেহেত্যু প্রায়ই দেশের বাইরে থাকে সেই কারণে দেখা হয়েছিল না।আমরা কমিটেড ছিলাম দেখাতে নিয়ে যাব।তিন বন্ধু তাকে সংগ দিলাম।ব্রীজ পার হয়ে আবার ফিরলাম ঢাকা মুখে। ফেরার পথে ব্রীজের নিচে দিয়ে গাড়ি ঘুরিয়ে নিলাম উদ্দেশ্য নদীর ঘাটে যাব।পদ্মানদীর জল টলমল সৌন্দর্য উপভোগ করব না তা কি করে হয়?
আমি জল দেখলেই নেমে পরি এটা মোটামুটি সবাই জানে।তাই সহজে কেউ কিনারে নিতে চায় না।
যাই হোক আমি দুই সখি নিয়ে এগিয়ে গেলাম পানির দিকে।প্রথমে পাড়ে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম. বর্ষা মৌসুমে নদী থাকে ভরা যৌবনা যুবতীর মতো. যাই হোক পরে লোভ সংবরণ করতে পারলাম না শাড়ি ভিজিয়ে নেমে গেলাম জলে।
বিশ্বাস কর বন্ধুরা এত ঠান্ডা পানি পা ডুবিয়ে মনে হল জীবনে এর চেয়ে শান্তি আর কিছু নেই।
সেই মুহূর্তে রোদের তাপ বেশ অনুভব হচ্ছিল. ঘেমে যাচ্ছিলাম. নদীর পানিতে পা ডুবিয়ে সমস্ত শরীরে প্রশান্তি নেমে এলো।
এর পর আমরা আবার গাড়িতে উঠে মাওয়া ঘাটের দিকে মোড় নিলাম।এই সব আনন্দ উল্লাসের ছবি যদি ক্যামেরা বন্দি না হতো তাহলে এইস্মৃতি চারণ করতে পারতাম না।
আমার বন্ধু শাহান আরা জাকিয়া পারুল ও রাজিয়া সুলতানা ।
দুজনার একই কথা আমরা রয়টার্স এওয়ার্ড প্রাপ্ত ফটো জার্নালিস্ট রফিকুর রহমান ভাইকে নিতে চাই। তাঁর মত এত বড় মাপের মানুষ আমাদের বন্ধু এই কথা ভাবতেও গর্বিত বোধ করি।
৭ই মার্চের ভাষণ মানেই তো এই বাংলায় শুধু নয় বিশ্ববাসীর কাছে ইতিহাস.সেই ইতিহাসের সাক্ষী সে।তাঁর তোলা ছবি অনেক বিলবোর্ডে শোভা পায়।
আমরা এই মহান ব্যাক্তির হাতের তোলা ছবিতে অংশ হতে পেরে ধন্য।এই কৃতজ্ঞতা আমাদের সব বন্ধুদের পক্ষ থেকে আমি বললাম।আজ সকালে আমাদের আরেক জন শুভাকাঙ্ক্ষী ভাই বলেছেন এত সুন্দর ছবি হয়েছে. যার মুল্য পার পিস ১ লক্ষ টাকা।
আমরা এভাবে হেসে খেলে আনন্দ উল্লাস করে জীবন যাপন করতে চাই।জীবনকে জটিল করতে চাই না।চাই না রাজপ্রাসাদ রাজত্ত. চাই না সোনা রুপার খাটে বিলাসিতা করে ঘুমাতে।
আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে ।
পদ্মাপাড়ের মেয়ে আমরা।
বাংলাদেশের তিনটি বড় নদীর মধ্যে অন্যতম হচ্ছে পদ্মা নদী। অনদিকে অনেকেই বাংলাদেশের প্রধান নদী হিসেবে পদ্মা নদী কে চিনে থাকে। এটি হিমালয় উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা ও বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী। বাংলাদেশে এই নদীটির দৈর্ঘ্য ১২০ কিলোমিটার ও গড় প্রস্থ ১০ কিলোমিটার। গঙ্গা নদীর রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশের প্রবেশ ও এখানে নদীটি পদ্মা নাম ধারণ করেছে। পদ্মা নদী যেসব জেলা সমূহের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তাদের নাম হচ্ছে নবাবগঞ্জ, রাজশাহী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর রাজবাড়ী চাঁদপুর।
পদ্মা নদীর উপরে তৈরি করা হয়েছে বাংলাদেশের অন্যতম সেতু পদ্মা সেতু। ২০২২ সালের ২৫শে জুন পদ্মা সেতু উদ্বোধন করা হয়। যেটা বাংলাদেশের অনেক মানুষ মনে করে বাংলাদেশের সবচাইতে বড় অর্জন।
দূরে সবুজ প্রকৃতি বাড়ি ঘর মাঝে বয়ে চলে পদ্মানদী।
বর্ষা মৌসুমে নদীতে টলটলে পানির স্রোতে নৌকায় চড়ে ভ্রমণের অভিজ্ঞতা কয়জনার আছে? আমার ছোট বেলার স্মৃতিতে নানা বাড়ি দাদা বাড়িতে পদ্মা নদীতে নৌকায় ভ্রমণ করেছি।মাঝ নদীতে নৌকায় বসে মনে হয় চারপাশে শুধু পানি আর পানি কোন কুল কিনারা নেই. সেই অভূতপূর্ব অনুভূতি আজও নাড়া দেয় মনে।
শাহিদা ইসলাম ঃ কবি , কথাশিল্পী ও অভিনেত্রী
সংবাদটি শেয়ার করুন