১৮ই জানুয়ারি ২০২১ ইং | ৪ঠা মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৬
এসবিএন ডেস্ক: পদ্মা সেতু প্রকল্পে অবকাঠামো বৃদ্ধি, নকশা পরিবর্তন, ভূমির পরিমাণ বৃদ্ধি, পরামর্শকের সংখ্যা বৃদ্ধি ইত্যাদি কারণ দেখিয়ে ব্যয় আরো ৮২৮৬ কোটি টাকা বাড়ানো হয়েছে। ফলে সব মিলিয়ে পদ্মাসেতু প্রকল্পের চূড়ান্ত ব্যয় দাঁড়িয়েছে ২৮৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
এর আগে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ২০৫০৭ কোটি ২০ লাখ টাকা। সেতুর আওতায় নানা অঙ্গ যোগ হওয়া ও নির্মাণাধীন সরঞ্জামের দাম বৃদ্ধির কারণেই মূলত দ্বিতীয় সংশোধনে প্রকল্প ব্যয় বেড়ে ২৮৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা হয়েছে।
আজ রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সংশোধিত আকারে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেন। ইতিমধ্যেই পদ্মা সেতু প্রকল্পের মূল সেতুর ভৌত অবকাঠামো নির্মাণের অগ্রগতি হয়েছে ১৬ শতাংশ। মূলসেতুর ১০টি টেস্টপাইলের মধ্যে তিনটি টেস্ট পাইলড্রাইভ, ভায়াডাক্টের ১৬টি টেস্ট পাইলের মধ্যে সাতটি টেস্ট পাইলড্রাইভ এবং ৬৪টি অ্যাংকর পাইলের মধ্যে ২৮টি অ্যাংকর পাইলড্রাইভ নির্মাণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী মোস্তফা কামাল।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766