পবিত্র হজ্জের ফি ৩ লাখ, রেজিস্ট্রেশন ৩ মে পর্যন্ত

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৬

পবিত্র হজ্জের ফি ৩ লাখ, রেজিস্ট্রেশন ৩ মে পর্যন্ত

এসবিএন ডেস্ক: চলতি বছরে পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ১০ সেপ্টেম্বর। এ উপলক্ষে বেসরকারী ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ২০১৬ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। কোরবানী ব্যতিত প্যাকেজ মূল্য জন প্রতি ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা ২৮ পয়সা নির্ধারণ করেছে তারা। আজ বুধবার সকালে রাজধানীর পুরানাপল্টনস্থ হোটেল ভিক্টরিতে হাব আয়োজিত সংবাদ সম্মেলনে হাব নেতারা এই হজ ও প্যাকেজ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহীন বাহার জানান, যে সব হজযাত্রীর বয়স ১৮ এর বেশি তাদের রেজিস্ট্রেশনের জন্য জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক এবং যাদের বয়স ১৮ বছরের নীচে তারা অভিভাবকদের সঙ্গে জন্ম সনদের কপিসহ আবেদনপত্র পূরণ করবেন।

তিনি আরো জানান, আগামী ১৭ জানুয়ারী থেকে ৩ মের মধ্যে সরকার নির্ধারিত রেজিস্ট্রেশন ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এজেন্সিগুলো হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে তবে হজ প্যাকেজ ঘোষিত টাকা সম্পূর্ণ পরিশোধ করা সাপেক্ষে পিলগ্রিম (হজ) আইডি প্রদান করা হবে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ আগামী ৩০ জুনের মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধে ব্যর্থ হবেন তারা পিলগ্রিম আইডি পাবেন না এবং এ বছর হজে যেতে পারবেন না তবে পরবর্তী ১ বছর পর্যন্ত তাদের নিবন্ধন বলবৎ থাকবে। রেজিস্ট্রেশনের আবেদন ফরম হজ এজেন্সি ও মনোনীত ব্যাংকগুলোতে পাওয়া যাবে।

ইব্রাহীন বাহার জানান, সকল হজযাত্রীকে হজের সমুদয় অর্থ (কিস্তি প্রযোজ্য) আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধ করতে হবে। সরকারের নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের পরে কোন অবস্থাতেই হজের অন্যান্য খরচের টাকা জমা নেয়া হবে না বলে হাব সভাপতি জানান। হজের টাকা সরাসরি সংশ্লিস্ট হজ এজেন্সিকে অথবা এজেন্ট এর মনোনীত ব্যাংক হিসাবে জমা করে মানি রিসিপ্ট সংগ্রহ করা বাধ্যতামূলক বলে হাব নেতারা জানান। চলতি বছরে ১ লাখ ১৩ হাজার ৮৬৮ জন হজযাত্রী হজব্রত পালন করবেন। যার মধ্যে সরকারী ব্যবস্থাপনায় ৫ হাজার এবং বেসরকারী ব্যবস্থাপনায় ১ লাখ ৮ হাজার ৮৬৮ জন রয়েছে। এ সময় হাবের মহাসচিব শেখ আব্দুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল, সহ-সভাপতি ফরিদ আহম্মেদ মজুমদার, যুগ্ম- মহাসচিব মোজাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

December 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31