২৬শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৩
আমার দৃষ্টি জগতের বিভিন্ন প্রান্ত ছুঁয়ে
আমার কাছে ফিরে এলো
আমি এর ভিতরে জমা বিকৃত সত্যগুলি
দেখে নিলাম
পর্দা দিয়ে গভীরতা ঢাকা দৃষ্টি
পবিত্র রহস্যের মধ্যে দেখার ক্ষমতা ছিলো
উপলব্ধির চোখে চিত্তাকর্ষক মূর্ত প্রতীক
মেঘ দিয়েই আকাশ মেঘলা
মাটির পানি মাটিতেই হয় ঘোলা
অস্তিত্বের মধ্যেই অনস্তিত্ব
আকার বাইরে নিরাকার
মহাবিশ্ব বিশালতায় শূন্য
নিজের ভিতরেই পাপ পূণ্য …
হৃদয়ের জটিলতার কাছে হৃদয় অসহায়
মহাবিশ্বের সারাংশ পৌঁছে দেখেছি
শূন্যতার প্রতিটি বিন্দুর মধ্যে
হাজার হাজার মিথ্যা –
মহাবিশ্বের জন্য ছড়ানো বীজ
সীমাহীন জীবন এবং আমি
শূন্যতার কোনও শেষ নেই
তাই জীবনের কোনও শেষ নেই …
সত্যের সারমর্ম এমনভাবে কাত হয়ে যায়
যাতে উপলব্ধির আলো বাইরে ছড়িয়ে পড়ে
প্রতিফলিত রঙের হাজার টুকরো
টুকরো টুকরো হয়ে যায়
এগুলি মিথ্যার ছবি নয়
একটি মাত্রায় দেখে নিই
আমিও স্ব অস্তিত্ব
বরং সেও আমার সত্য …
ধারণার সত্যতায় রঙিন অতি
আমিও পরম প্রকৃতি ……
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com