১৪ই এপ্রিল ২০২১ ইং | ১লা বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০১৬
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ এই বিরাট কোহলি ৮৯ রানের অপরাজিত এক ইনিংস খেলে দলকে ম্যাচে ধরে রেখেছিলেন। আবার শেষ ওভারে এই কোহলির বলেই জয় ছিনিয়ে এনেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে, মুম্বাইয়ের ওয়াংখেড়ে ভারতের জয়-পরাজয়ের সম্ভাবনার সাথে বিরাট কোহলির নামটা বেশ ভাল ভাবেই জড়িত।
দুই বল বাকি থাকবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাত উইকেটের বড় পরাজয়ের পরও সরব ছিলেন কোহলি। বিশ্বকাপে বাংলাদেশের তামিম ইকবালের পর দ্বিতীয় সর্বোচ্চ এই রান সংগ্রাহক ছুটলেন ওয়েস্ট ইন্ডিজের ড্রেসিংরুমে।
সেখানে বিজয়ী দলকে অভিনন্দন জানালেন বেশ আন্তরিকতার সাথেই। আর সেখানে কোহলির ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের সতীর্থ ক্রিস গেইলের সাথে তার তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরালও হয়ে গেলো।
তবে, পরাজয়ের পর নিজেদের সমর্থকদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন ভারতের এই টেস্ট দলের অধিনায়ক। এক টুইটে ২৭ বছর বয়সী কোহলি লিখেছেন, ‘কখনও আশা হারাবেন না। সব কিছু শেষ হয়ে যায়নি। বরং এটাই আমাদের নতুন সূচনা।’
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766