পরিবহন শ্রমিকদের গণপিটুনির শিকার আওয়ামীলীগ নেতা

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৬

পরিবহন শ্রমিকদের গণপিটুনির শিকার আওয়ামীলীগ নেতা

এসবিএন ডেস্ক: রাজধানীর মিরপুরে চাঁদা তুলতে গিয়ে পরিবহণ শ্রমিকদের গণপিটুনির শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মিরপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আবু হানিফ।

শুক্রবার জুমার নামাজের পর আবু হানিফ তার কিছু কর্মী-সমর্থকদের নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্ত্বরের পাশে লেগুনা স্ট্যান্ডে যায় নিয়মিত চাঁদা তুলার জন্য। শ্রমিকদের কাছ থেকে আজ তারা নিয়মতি চাঁদার চেয়ে বেশি চাঁদা দাবি করলে শ্রমিকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়।

এক পর্যায়ে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগ নেতা আবু হানিফসহ তার কর্মী-সমর্থকদেরকে পেটানো শুরু করে।

এসময় আবু হানিফকে ফেলে রেখে তার কর্মী-সমর্থকরা পালিয়ে যায়। পরে পুলিশ এসে আওয়ামীলীগ নেতা হানিফকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায়।

আওয়ামীলীগের লোকজন হামলা চালাতে পারে এমন আশঙ্কায় পরিবহণ শ্রমিকরাও এখানে জড়ো হচ্ছে।

মিরপুর থানার ডিউটি অফিসার শাহীন ঘটনার সত্যতা স্বীকার করে সুত্রকে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

December 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31