পরিশুদ্ধ নিয়তে দীন প্রতিষ্ঠার আন্দোলনে তালামীয কর্মীদের আত্মনিয়োগ করতে হবে আহমদ হাসান চৌধুরী ফুলতলী

প্রকাশিত: ৮:০১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৬

পরিশুদ্ধ নিয়তে দীন প্রতিষ্ঠার আন্দোলনে তালামীয কর্মীদের আত্মনিয়োগ করতে হবে আহমদ হাসান চৌধুরী ফুলতলী

এসবিএন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহকারি অধ্যাপক, সুপ্রীমকোর্ট মাজার জামে মসজিদের খতীব ও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র যুগ্ম-মহাসচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) অত্যন্ত প্রাগ্রসর চিন্তার অধিকারী ছিলেন বলেই তালামীযে ইসলামিয়ার মত আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিত্বশীল ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন।

তালামীযে ইসলামিয়ার নেতা কর্মীরা সময়ে সময়ে সকল প্রকার অন্যায়-অবিচার-অত্যাচারের বিরুদ্ধে, ইসলাম বিরোধী বাতিল শক্তির মুকাবেলায় সক্রিয় ভূমিকা রেখেছে।

তাই তালামীযে ইসলামিয়ার সকল নেতা কর্মীকে পরিশুদ্ধ নিয়তে, আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর সন্তুষ্টি অর্জনের নিমিত্ত দীন প্রতিষ্ঠার আন্দোলনে আত্মনিয়োগ করতে হবে।

তিনি ২১শে ফেব্রুয়ারী রবিবার বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট এমসি কলেজ শাখা কর্তৃক সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে এ কথাগুলো বলেন।

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আহবান জানিয়ে তিনি বলেন, বাংলা আমাদের মায়ের ভাষা, আমাদের প্রাণের ভাষা।

এ ভাষায় প্রাণখুলে আমরা মনের ভাব প্রকাশ করি। মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখতে এবং লিখা ও বলায় শুদ্ধ বাংলা চর্চায় মনোনিবেশ করতে তালামীয কর্মীদের আহবান জানান।

এম সি কলেজ তালামীযের সভাপতি শেখ শফি উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জুয়েলের পরিচালনায় সেমিনারে প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা ফখরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজমুল হুদা খান, নজীর আহমদ হেলাল, ঢাকা মহানগর আল-ইসলাহর সহ সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুল্লাহ, নর্থ ইস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের লেকচারার নোমান আহমদ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহিবুর রহমান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল আহমদ, সিলেট মহানগরী সভাপতি হুমায়ুনুর রহমান লেখন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগরী সহ সভাপতি এনাম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মাহবুুবুর রহমান ফরহাদ, ওসমানীনগর উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা ছাদিকুর রহমান শিবলী, সরকারি আলিয়া মাদরাসা শাখার সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, এম সি কলেজ তালামীযের সহ-সভাপতি আহমেদ শরিফ, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ আব্দুল আজিজ জায়েদ, সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কামরুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হাবিবুর রহমান, নাভেদ আহমদ, জাহাঙ্গীর আলম মুজাহিদ, সাকিব আহমদ, সাদিকুর রহমান, এখলাসুর রহমান, সাইফুল্লাহ আলাল, রুহুল আমিন প্রমুখ।

লাইভ রেডিও

Calendar

November 2023
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930