৭ই মার্চ ২০২১ ইং | ২২শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৮
ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে বাংলাদেশ ছাত্র মৈত্রী ও বাংলাদেশ যুব মৈত্রীর এক যৌথসভা অনুষ্ঠিত হয় আজ সকাল ১১টায় । সভায় ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা বলেন, নিরাপদ সড়কের দাবিতে গত কয়েক দিন ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলন তা দেশে সড়ক পরিবহনের ক্ষেত্রে যে নৈরাজ্য-বিশৃঙ্খলা বিরাজ করছে তার বিরুদ্ধে বিক্ষোভের বহিঃপ্রকাশ। দীর্ঘদিন ধরে পরিবহন সেক্টরে মালিক শ্রমিক সিন্ডিকেট তাদের অপকর্ম সাধন করতে জনগণ এমনকি সরকারকেও জিম্মি করে রেখেছে। এই আন্দোলনকে বিভ্রান্ত ও ভিন্নখাতে প্রবাহিত করার জন্য প্রতিক্রীয়াশীল গোষ্ঠি কাজে লাগাতে অপচেষ্টা করছে। এর ফলে শিক্ষার্থীদের এই আন্দোলন জনগণের যে স্বতঃস্ফুর্ত সমর্থন পেয়েছিল তা হারাবে। এটি একটি যৌক্তিক আন্দোলন। কিন্তু উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে ইতোমধ্যে শিক্ষার্থীর ছদ্মাবরণে তাদের পোশাক ও আইডি কার্ড বানিয়ে বিভিন্ন স্থানে জামাত-বিএনপি তাদের রাজনৈতিক হীন উদ্দেশ্য হাসিলের জন্য শিক্ষার্থীদের সাথে মিশে বিভিন্নভাবে প্ররোচিত করছে এবং ধ্বংসাত্মক তৎপরতায় লিপ্ত হচ্ছে। এর ফলে এই আশংকা করা অমূলক হবে না যে এই কোমলমতি শিক্ষার্থীরা যে কোন দুর্ঘটনার শিকার হতে পারে। এর ফলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। তাই ফজলে হোসেন বাদশা ছাত্র-যুবদের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সতর্ক দৃষ্টি রেখে রাজপথে থাকার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড ড. সুশান্ত দাস, কমরেড নুর আহমদ বকুল, বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স, সহ-সাধারণ সম্পাদক তাপস দাস, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি ফারুক আহমেদ রুবেল, সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল প্রমুখ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766