পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রকাশিত: ৬:২৫ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০১৬

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এসবিএন ক্রীড়া ডেস্ক: বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের বৈতরণী পার হয়ে আসতে হয়েছে তাদের।

অবশ্য হিমাচল প্রদেশের ধর্মশালায় বৃষ্টি ব্যতীত অন্য কেউ বাংলাদেশের জয়ের পথে বাঁধা হতে পারেনি। নেদারল্যান্ডসের পর বৃষ্টি বিঘ্নিত শেষ ম্যাচে ওমানকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট বগলদাবা করে বাংলাদেশ দল এখন বিখ্যাত ইডেন গার্ডেনে।

এখানে বিশ্বকাপের সুপার টেনের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা, গাজী টিভি, বিটিভি ও স্টার স্পোর্টস।

পুরোপুরি ফিট না হওয়ায় বাছাইপর্বে খেলানো হয়নি কাটার বয় মুস্তাফিজুর রহমানকে। তবে মূল পর্বে তাকে খেলানোর সমূহ সম্ভাবনা রয়েছে। তবে শর্ত প্রযোজ্য। সেটা হল যদি সে পুরোপুরি ফিট থাকে।

তার আগে চলুন দেখে নিই পাকিস্তানের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. সাব্বির রহমান
৪. মুশফিকুর রহিম
৫. সাকিব আল হাসান
৬. মাহমুদউল্লাহ রিয়াদ
৭. মোহাম্মদ মিথুন
৮. মাশরাফি বিন মুর্তজা
৯. আল-আমিন হোসেন
১০. মুস্তাফিজুর রহমান/আবু হায়দার
১১. তাসকিন আহমেদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

December 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31