এসবিএন ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৩ জনই পুলিশ সদস্য। বুধবার বেলুচিস্তানের কুয়েটা স্যাটেলাইট শহরে একটি পোলিও সেন্টারের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পাক স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য ডন।
খবরে স্বরাষ্ট্রমন্ত্রী মীর সরফরাজ বাগতি বলেন, এটা স্পষ্ট আত্মঘাতী হামলা, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। হামলায় নিহতদের ১৩ জন পুলিশের সদস্য।
সন্ত্রাসীদের কাছে মাথা নত না করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বেলুচিস্তানে শান্তি নষ্ট করতেই এই হামলা চালানো হয়েছে।
কুয়েটা পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সাঈদ ইমতিয়াজ বলেন, বিস্ফোরণে সাত থেকে আট কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। তিনি আরও বলেন, হতাহতদের অধিকাংশই পুলিশ সদস্য, যারা পোলিও ওয়ার্কােরের দায়িত্ব পালনকালে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।
হতাহতদের কুয়েটা সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যেখানে ইতিমধ্যে একটি জরুরী বিভাগ খোলা হয়েছে। হাসপাতালের সিনিয়র ডা. রাশেদ জামালী বলেন, কমপক্ষে ৫ গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com