২৪শে জানুয়ারি ২০২১ ইং | ১০ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৪ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০১৬
এসবিএস ডেস্ক: পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় পেশোয়ারে সরকারি চাকরি জীবীদের বহনকারী ১টি বাসে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৫ জন। বুধবার এই ঘটনা ঘটে।
বাসটি মারদান থেকে প্রাদেশিক রাজধানীর উদ্দেশে যাচ্ছিল। বিস্ফোরণের পরপরই আশে-পাশের অধিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এলাকাটি নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলে। হতাহতদের কাছের হাসপাতালে পাঠানো হয়েছে।
সুপারিনটেনডেন্ট অব পুলিশ মুহাম্মাদ কাসিফ জানান, বোমাটি বাসের পেছনের অংশে পেতে রাখা হয়েছিল।তিনি আরও বলেন, “১৫ জন ব্যক্তি নিহত এবং ২৫ জন ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন।”
পেশোয়ারে সরকারি চাকরিজীবীদের লক্ষ্য করে চালানো হামলার ঘটনা এবারই প্রথম নয়। ২০১২ ও ২০১৩ সালেও একই ধরনের হামলায় অন্ততপক্ষে ৩৮ জন নিহত হয়েছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এই হামলার ঘটনায় নিন্দা জানিয়ে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766