২৯শে নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২
নিজস্ব প্রতিবেদক, পাবনা থেকে : উৎসবমুখর পরিবেশে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল দশটায় বিভাগের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয় শহীদ মিনার থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে স্বাধীনতা চত্বরে বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর শিক্ষার্থীরা ফ্ল্যাশমবে অংশগ্রহণ করেন। ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
বিকাল চারটায় বিভাগের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম সালাহ উদ্দীন এবং মানবিক ও সামাজিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী।
বিভাগের চেয়ারম্যান সানজিদা রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন, বিভাগের শিক্ষক মিরাজ হোসেন। আরও বক্তব্য দেন, বিভাগের শিক্ষক আল-ফাহাদ ভূঁইয়া। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com