২৩ ডিসেম্বর শনিবার সকালে রাজধানীতে সংগঠনটির আহ্বায়কের কার্যালয়ে ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সমাধান না বিপদ?’ শীর্ষক মতবিনিময় সভায়, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরির মতো সক্ষমতা বাংলাদেশের হয়নি বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ। মতবিনিময় সভায় সরকারকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প প্রত্যাহারের দাবি জানানো হয়।
আনু মুহাম্মদ বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির মতো সক্ষমতা বাংলাদেশের হয়নি। পারমাণবিক বর্জ্য এই দেশের জন্য ভয়াবহ পরিবেশ দূষণের কারণ হবে। এ ছাড়া নতুন বিদ্যুৎকেন্দ্র তৈরিতে কেবল পারমাণবিক বিদ্যুতের ক্ষেত্রে খরচ বাড়ছে। দেশ ও দেশের মানুষের জন্য যাদের কোনো মাথাব্যথা নেই কেবল তারাই নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের পক্ষে বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদটি শেয়ার করুন