ঢাকা ১৪ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


পিবজা নির্বাচনে রুহী সভাপতি রথীন্দ্র সাধারণ সম্পদক নির্বাচিত

redtimes.com,bd
প্রকাশিত জুন ৩, ২০২৩, ১২:১৮ পূর্বাহ্ণ
পিবজা নির্বাচনে রুহী সভাপতি রথীন্দ্র সাধারণ সম্পদক নির্বাচিত

পিআইবি জার্নালিজম এলামনাই অ্যাসোসিয়েশন (পিবজা)’র কার্যকরী পরিষদ ২০২৩-২০২৫ নির্বাচনে আজ জাতীয় প্রেস ক্লাবে ছিল উৎসবের আমেজ ।

পিবজা র পক্ষ থেকে মনির হোসেন  রেডটাইমসকে  জানান

সেখানে সভাপতি পদে ১৫৯ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রুহি শামসাদ আরা । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডক্টর নাজমুল আহসান কলিম উল্লাহ পেয়েছেন ৫৩ ভোট ।
সাধারণ সম্পাদক পদে ডাক্তার রথীন্দ্র নাথ সরকার ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানিয়া সুলতানা হ্যাপি পেয়েছেন ৬৬ ভোট ।

 

সভাপতি- রুহি শামসাদ আরা, সহ-সভাপতি- এমএ মোনায়েম, মাহবুবুর রহমান, দীপু সিদ্দিকী, সাধারণ সম্পাদক- রথীন্দ্র নাথ সরকার রবিন, যুগ্ম সম্পাদক- দানিয়েল, কামাল মোশারেফ, অর্থ সম্পাদক- তাসলিমা খাতুন, সাংগঠনিক সম্পাদক- বশিরুল আলম, সাহিত্য ও সংস্ককৃতি সম্পাদক-নাসরিন আক্তার, প্রচার ও প্রকাশনা- রবিউল ইসলাম এবং স্বাস্থ্য সম্পাদক- জাভেদ আহমেদ।

 

 

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031