প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৪, ১২:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২২, ৭:৩৩ অপরাহ্ণ
পীরগঞ্জে চোলাই মদ সহ ৩ জন গ্রেপ্তার
পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও পীরগঞ্জে চোলাই মদ সহ দুই নারী ও এক পুরুষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার সেনুয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ফুটকিবড়ি গ্রামের বিশ্বনাথের স্ত্রী শিল্পী টপ (২৮) একই গ্রামের মন্টু মিঞ্জির স্ত্রী ময়না এক্কা(২১) ও পীরগঞ্জ উপজেলার জগথা তালাবেচা পাড়া গ্রামের মৃত সোহাগ আলীর পুত্র জীবন।
পীরগঞ্জ থানার এস আই রতন চন্দ্র রায় জানান, তিনজন মাদক ব্যবসায়ী মাদক নিয়ে পীরগঞ্জ শহর হতে থ্রি-হুইলার যোগে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া বাজারের সিয়াম ফার্মেসীর সামনে ঐ থ্রি-হুইলারটিকে থামায়।
এ সময় ঐ তিন জন থ্রি-হুইলার থেকে দ্রুত নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাহাদের আটক করে এবং তাদের সাথে থাকা প্লাস্টিকের ব্যাগ হতে ৩৫ লিটার চোলাই মদ জব্দ করে। পরে থ্রি-হুইলার সহ তাদের থানায় আনা হয় এবং গ্রেপ্তার দেখানো হয়।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, দুই নারী এক পুরুষের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে তাদের ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com