পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।
আজ বুধবার বিকাল পৌনে ৬টায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবকদল।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।
এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু, সহসভাপতি নুরে আলম সিদ্দিক কনক, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশিদ প্রমূখ। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন