
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার ২ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর (মহিলা কাউন্সিলর) শুন্য পদে নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। গত ২৩ জানুয়ারী রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আহসান স্বাক্ষরিত এক গন বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
ঘোষিত তফসিল অনুযয়ী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ১৬ মার্চ। রির্টানিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছে ১৯ ফেব্রæয়ারী। মনোনয়ন পত্র বাছাই ২০ ফেব্রুয়ারী এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৭ ফেব্রুয়ারী।
ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন করা হবে। তবে কোন দিন প্রতীক বরাদ্দ দেওয়া হবে তা গন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এ বিষয়ে জানতে শুক্রবার সন্ধায় সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার তকদির আলীর মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
উল্লেখ্য কাউন্সিলন জরিনা খাতুনের মৃত্যুতে সংরক্ষিত এ ওয়ার্ডটি শুন্য হয়।