ঢাকা ১৬ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


পুকুরে মাচা পদ্ধতিতে লাউ চাষ করে  সফল কৃষক রতন মিয়া

redtimes.com,bd
প্রকাশিত মে ৩১, ২০২৩, ০৯:১৬ অপরাহ্ণ
পুকুরে মাচা পদ্ধতিতে লাউ চাষ করে  সফল কৃষক রতন মিয়া

মোঃ জাহিদুল আলমকেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১০ নং কান্দিউড়া ইউনিয়নের তারাকান্দিয়া গ্রামের কৃষক রতন মিয়া।

পার্শ্ববর্তী মহল্লার এক কৃষকের কাছ থেকে একটি পুকুর লিজ নিয়ে, সেই পুকুর পাড়ে বর্ষাকালীন লাউ চাষ করে সফল কৃষক রতন মিয়া।
মাচা পদ্ধতিতে পুকুরে পানির উপর বাঁশ ও সুতা দিয়ে মাচা তৈরি করে, সেই মাচার লাউগাছের লাউ বিক্রি করে তিনি লাভবান হয়েছে।
কৃষক রতন মিয়া বলেন, দুই বছরের জন্য পুকুরটি ৪৫ হাজার টাকায় লিস নিয়ে পুকুরে মাছ চাষের পাশাপাশি পুকুর পাড়ে লাউ গাছ লাগিয়ে শুধু লাউ বিক্রির টাকা দিয়ে প্রথম বছরে তিনি পুকুরে লিজের টাকা পরিশোধ করেছেন।

পুকুরে মাছ বিক্রির টাকা হাতে রয়েছে। চলতি সময়ে ৭০ হাজার টাকার লাউ বিক্রি করে একটি বাছুরসহ গাভি কিনেছেন তিনি।বর্তমান সময়ে বাজারে প্রতিপিচ লাউ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করছেন। প্রতিদিন প্রায় ২ হাজার টাকার উপরে লাউ বিক্রি করতে পাড়ছেন।
পার্শ¦বর্তী মহল্লার কৃষক হিরন মিয়া, মাজু মিয়া,  কৃষাণী হুসনা, পেয়ারা বানু বলেন, রতন মিয়া একজন সফল চাষী তার গাছের লাউ বেশ ভালো বাজারের চেয়ে দামেও কিছুটা সস্তা। এছাড়া কৃষক রতন মিয়া সারাবছর কোন কোন শাকসবজি চাষ করে সফল হয়েছেন।
কৃষক রতন মিয়ার ছেলে লতিব মিয়া বলেন, কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা পেলে তারা আরো ভাল কিছু করতে পারবেন এবং সফল কৃষক হতে পারবেন বলে মনে করেন। তবে যা কিছু তারা চাষ করেন তা নিজেদের ইচ্ছে এবং বুদ্ধিতে তাই কৃষি অফিসের পরামর্শ ও সহযোগীতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031