১৪ই এপ্রিল ২০২১ ইং | ১লা বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০১৭
দ্রুত পুনর্বাসন ও সাময়িক ব্যবসা করার সুযোগ দেয়ার দাবীতে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সিলেট মহানগর হকার্স ঐক্য পরিষদ। সিলেট রেজিষ্টারী মাঠ থেকে মিছিলটি বের হয়ে ধোপাদিঘীর পাড় ঘুরে কোর্ট পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
সিলেট মহানগর সর্বস্তরের হকার ঐক্য পরিষদের আহবায়ক মো: রকিব আলীর সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য মো: রুহুল আমীন রুবেলের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমাদের পীঠ দেয়ালে ঠেকে গেছে। পরিবার পরিজন নিয়ে আমরা দুর্বিষহ জীবনযাপন করছি। আমাদের ধৈর্য্যরে বাঁধ ভেঙ্গে গেছে। তবুও সিলেটের মেয়র ও প্রশাসনের মন গলছেনা।
বক্তারা মানবিক দিক বিবেচনায় দ্রুত হকারদের পুনর্বাসন এবং পুনর্বাসনের আগ পর্যন্ত সাময়িক সময়ের জন্য হলেও ব্যবসা করার সুযোগ দিতে প্রশাসন এবং মেয়রের প্রতি আহবান জানান। দাবী আদায় না হওয়া পর্যন্ত হকাররা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম আহবায়ক মো: খোকন ইসলাম, শফিক আহমদ, আতিয়ার রহমান, আব্দুল আহাদ ও আব্দুর রহিম, সদস্য মতিন মিয়া, হাবিবুর রহমান হাবিব, বশির আহমদ, শাহজাহান আহমদ, হাশিম উদ্দিন, রাহিন আহমদ, ইসরাত জাহান খোকন, ইয়াছিন মিয়া, মখলিছুর রহমান, রফিক মিয়া, পিয়ার হোসেন, শাহজাহান সাজু, তিতাব আলী, রুমন আহমদ, ফকির আলী, মো: কিবরিয়া, মো: ইউসুফ, কাবুল আহমদ, খুরশেদ মিয়া, তাজনুর, নজরুল ইসলাম, মো: খলিল, সুমন আহমদ, রফিক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766