এসবিএন ডেস্ক:
পুরোনো প্রেমিক শহিদ কাপুরের সঙ্গে একটি রুমে বন্দি কারিনা কাপুর। চলছে একটি রোমান্টিক গান। আর সেই গানের সুরেই শহিদের সঙ্গে রোমান্সে মেতে উঠেন কারিনা। কখনও বিছানায় আবার কখনও বারান্দায় চোখে চোখ রেখে চলছে ভরপুর রোমান্স। এতটা ঘনিষ্ঠভাবে এর আগে কখনও দেখা যায়নি কারিনা ও শহিদকে। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। তবে বাস্তবে নয়, সম্প্রতি এমনিভাবে শহিদের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন কারিনা। এটি একটি ছবির গানের দৃশ্য। ছবির নাম ‘উড়তা পাঞ্জাব’। এটি পরিচালনা করছেন অভিষেক চৌবে। দীর্ঘ সময় পর পুরোনো প্রেমিক শহিদের সঙ্গে এ ছবির মাধ্যমে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন কারিনা। শহিদ কারিনা ছাড়াও এ ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট। তবে দীর্ঘ সময় পর কারিনা-শহিদ জুটির এ ছবির প্রতি দর্শকদের বেশ কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে। এ ছবিটির টানা শুটিং নিয়েই এখন ব্যস্ত কারিনা। তবে প্রথম যখন এ ছবির প্রস্তাব তাকে দেয়া হয় তখন সরাসরি না করে দিয়েছিলেন এ অভিনেত্রী। কারণ পুরোনো প্রেমিক শহিদের সঙ্গে অভিনয় করতে চাননি তিনি। পরে স্বামী সাইফ আলী খানের সঙ্গে আলোচনা করে এ ছবিটি করতে সম্মতি জানান কারিনা। এদিকে ড্রামা-থ্রিলারনির্ভর এ ছবিতে একাধিকবার ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন কারিনা ও শহিদ। ছবিটি নিয়ে দারুণ আশাবাদীও কারিনা। এ বিষয়ে তিনি বলেন, ‘উড়তা পাঞ্জাব’ একেবারেই পরিচ্ছন্ন একটি ছবি। এর গল্প অত্যন্ত চমৎকার। মূলত এ কারণেই ছবিটিতে অভিনয় করছি। এখানে আমার কোআর্টিস্ট শাহিদ কাপুর ও আলিয়া। অনেক ভালো লাগছে এর কাজ করতে। আমার বিশ্বাস ভালো কিছু হবে।
সংবাদটি শেয়ার করুন