২২শে জানুয়ারি ২০২১ ইং | ৮ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৬
এসবিএন ডেস্ক: বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী বলেছেন, কিছু পুলিশের কর্মকান্ড সীমা ছাড়িয়ে যাচ্ছে। এটি এখনই নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
পুলিশের ওপর সাধারণ মানুষের আস্থা উঠে গেলে যে কোন সময় গণ বিস্ফোরণের সৃষ্টি হতে পারে। পরিস্থিতির ভহাভহ রুপ ধারণ করতে পারে। এর আগে কানসাটে এ ধরনের ঘটনা ঘটেছিল। নতুন করে আন্দোলনে না গিয়ে তিনি বলেন, সরকার বিরোধী আন্দোলনের আগে জনগণের আস্থা অর্জন করতে হবে বিএনপিকে।
সকল বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের তাগিদে, গণতন্ত্রের তাগিদে একসঙ্গে কাজ করতে হবে। সংসদীয় নির্বাচনের জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে।
যত দ্রুত সম্ভব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা যাবে আওয়ামীলীগের জন্য ততোই ভাল হবে।
তিনি বলেন, আওয়ামীলীগ সবসময় মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের পক্ষের একটি দল হিসেবে নিজেদের দাবী করে। ইতিহাসে নিজেদের নামটা সুন্দরভাবে লেখা দেখতে চাইলে দ্রুত গণতন্ত্র ফিরিয়ে দেয়া উচিত।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766