সিলেট বাংলা নিউজ ডেস্ক: মাদারীপুর সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছে।
নিহত সুজন মৃধা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের দক্ষিণ বিরাঙ্গল গ্রামের বাচ্চু মৃধার ছেলে তিনি।
মাদারীপুর সদর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, ‘ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিরাঙ্গল মাদ্রাসা কেন্দ্রে ভোট শেষে পুলিশ ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় একটি বস্তা নিয়ে দৌড় দেয় সুজন।
‘তখন পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। তারপরও সে না থামলে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
তবে সুজনের চাচা ফারুক মৃধা বলেন, ‘ভোট গণনার সময় ২ সাধারণ সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পুলিশ গুলি ছুড়লে সুজন নিহত হয়।’
সংবাদটি শেয়ার করুন