ঢাকা ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ শাহবাগে

redtimes.com,bd
প্রকাশিত এপ্রিল ৯, ২০১৮, ০২:২৬ অপরাহ্ণ
পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ শাহবাগে

৮ এপ্রিল রোববার শাহবাগ মোড়ে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীদের হটানোর জন্য রাত ৮টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে ও লাঠিচার্জ শুরু করে । সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলে । এ ঘটনায় শতাধিক আন্দোলনকারী ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা যায়। টিয়ারশেল ও লাঠিচার্জ করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের শাহবাগ থেকে সরিয়ে দিয়েছে পুলিশ ।  এ ঘটনায় শাহবাগ-টিএসসি রণক্ষেত্রে পরিণত হয়েছে । ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরাজ করছে থমথমে পরিবেশ ।

রোববার রাত সাড়ে ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, শাহবাগ থানার সামনে থেকে কিছুক্ষণ পর পর টিয়ারশেল ছুড়ছে পুলিশ । আর শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা ঢাবির চারুকলার সামনে থেকে ইটপাটকেল নিক্ষেপ করছে । আন্দোলনকারীরা চারুকলার সামনের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে । জাতীয় পতাকা নিয়ে মিছিল করতে দেখা গেছে তাদের। থমথমে পরিস্থিতির মধ্যে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে পুলিশের অন্তত তিনটি জলকামান রয়েছে।

আন্দোলনকারীদের সমন্বয়ক হাসান আল মামুন বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ নির্বিচারে হামলা চালিয়েছে । পুলিশের টিয়ারশেল, ফাঁকা গুলিতে শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন । আটক করা হয়েছে পাঁচজনকে ।’ মামুন বলেন, পুলিশের হামলার পর আন্দোলনকারীরা চারুকলার দিকে গেলে সেখানেও পুলিশ শাহবাগ থানার সামনে থেকে টিয়ারশেল নিক্ষেপ করছে।

এর আগে রোববার দুপুর ২টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে পদযাত্রা শুরু করে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা । পদযাত্রাটি রাজু ভাস্কর্য হয়ে নীলক্ষেত ও কাঁটাবন ঘুরে শাহবাগ মোড়ে আসে । সেখানে বিকেল ৩টা থেকে অবস্থান শুরু করে তারা । পরে সেখানে হামলা চালায় পুলিশ ।

আন্দোলনকারীদের পাঁচ দফা দাবি হলো বিদ্যমান কোটা পদ্ধতি ৫৬ থেকে ১০ শতাংশ করা, যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করা, একটি পরিবার থেকে একাধিক প্রার্থীকে কোটায় চাকরি না দেওয়া, কোটার জন্য বিশেষ বিজ্ঞপ্তি না দেওয়া, চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়স প্রক্রিয়া প্রণয়ন করা ।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031