মোঃ আজমল হোসেন লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট জেলার আদিতমারী থানা এলাকায় মাদক, জঙ্গী, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইমসহ প্রভৃতি অপরাধ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আদিতমারী থানা পুলিশ।
এরই স্বীকৃতি হিসেবে আজ লালমনিরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক কর্ম মুল্যায়নে এপ্রিল/২৩ মাসের শ্রেষ্ঠ থানা হিসেবে, আদিতমারী থানাকে নির্বাচিত করা হয়। একই সাথে সার্বিক কর্ম মুল্যায়নে আদিতমারী থানার এসআই মো. মিজানুর রহমানকে শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত করা হয়েছে।
আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক বলেন, লালমনিরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম স্যারকে আদিতমারী থানা পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আরও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ পুলিশের গর্ব ও অহংকার, জনগণের প্রকৃত সেবক, সততার সমুজ্জ্বল ব্যক্তিত্ব, জনবান্ধব পুলিশের রোল মডেল ও আদর্শ, রংপুর রেঞ্জ পুলিশের অভিভাবক রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মো. আবদুল আলীম মাহমুদ বিপিএম স্যার এবং অতিরিক্ত ডিআইজি জনাব এস. এম রশিদুল হক
পিপিএম স্যারের প্রতি।
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সুযোগ্য অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আতিকুল হক স্যার, সুযোগ্য অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস, (এ-সার্কেল এর অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) জনাব মো. আলমগীর রহমান স্যারসহ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আদিতমারী থানায় কর্মরত পুলিশ পরিদর্শক ( তদন্ত) জনাব মো. রফিকুল ইসলামসহ আমার সকল সহকর্মীদের প্রতি। যাদের ঐকান্তিক প্রচেস্টা, কর্মতৎপরতা, অনুপ্রেরণা, শক্তি, সাহস, ভালোবাসার মাধ্যমে আজকের আমাদের এই অর্জন। যা ভবিষ্যতে আমাদের দায়িত্ব পালনে আরো বেশি উদ্দীপক হিসেবে কাজ করবে।
ডিআইজি মহোদয় , রংপুর রেঞ্জ, জেলা পুলিশ সুপার মহোদয় লালমনিরহাট এর সার্বিক দিক নির্দেশনায় জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌছে দিচ্ছে আদিতমারী থানা পুলিশ। সম্মানিত স্যারদের নির্দেশনা যথাযথভাবে অনুসরন করে আগামীতে আরো উন্নত পুলিশি সেবা প্রদানের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে আদিতমারী থানা পুলিশ বদ্ধ পরিকর। সকলের নিকট দোয়া প্রার্থণা করছি আমরা যেন শতভাগ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে আমাদের দায়িত্ব পালন করতে পারি এবং আদিতমারী থানায় মাদক, জঙ্গী, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইমসহ প্রভৃতি অপরাধ নিয়ন্ত্রণ করে আদিতমারীবাসীকে একটি মডেল থানা উপহার দিতে পারি।
সংবাদটি শেয়ার করুন