সিলেট বাংলা নিউজ ডেস্কঃ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সোমবার সন্ধ্যা থেকে তনুর কবরস্থানে পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে।
কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর তনুদের গ্রামের কবরস্থানে এ পাহারার ব্যবস্থা করা হয়।
মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার এসআই কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মির্জাপুরে যায়।
বাঙ্গরা থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, পুনঃময়নাতদন্তে তনুর লাশ উত্তোলনের জন্য আদালত নির্দেশ দিয়েছে। মঙ্গলবার বা বুধবার লাশ উত্তোলন হতে পারে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মির্জাপুর গ্রামের কবরস্থানে পাহারার ব্যবস্থা করা হয়েছে।
এর আগে হত্যা মামলার সুষ্ঠু তদন্ত, ডিএনএ নমুনা সংগ্রহ ও পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দেন কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম জয়নাব বেগম।
গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকার পাওয়ার হাউস পানির ট্যাংকির কাছে তনুর লাশ পাওয়া যায়। এ ব্যাপারে তার বাবা কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
তনু হত্যার আটদিন অতিবাহিত হলেও হত্যাকারীরা শনাক্ত কিংবা গ্রেফতার না হওয়ায় প্রতিদিনের মতো সোমবারও কুমিল্লা মহানগরসহ জেলার বিভিন্নস্থানে ছাত্র-জনতার প্রতিবাদ, বিক্ষোভ ও মানববন্ধনসহ নানা কর্মসূচি অব্যাহত ছিল।
এ ছাড়া হত্যার বিচার দাবিতে সারা দেশে বিক্ষোভ, মানববন্ধন কর্মসূচি পালন করছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সংবাদটি শেয়ার করুন