২০শে মে ২০২২ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৬
এসবিএন ডেস্ক: বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা ও সিটি করপোরেশন কর্মকর্তাকে নির্যাতনের ঘটনায় প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রমাণ মিলেছে বলেছেন,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাই তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেয়া হয়েছে। পূর্ণ তদন্তের পর স্থায়ী ব্যবস্থা নেয়া হবে। সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এখন থেকে সাদা পোশাকে পুলিশ আর ডিউটি করতে পারবে না। এমনকি গোয়েন্দা পুলিশ সাধারণ পোশাকে যে দায়িত্ব পালন করেন, তাতে যদি পুলিশের ট্যাগমার্ক লাগানো কটি না পরেন তাহলে তিনি দায়িত্বপালনরত বলে বিবেচিত হবেন না। খুব শিগগিরই পুলিশের দায় দায়িত্ব নিয়ে নির্দেশনা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের কারাগারে বন্দী ভারতের শীর্ষ সন্ত্রাসী দাউদ মার্চেন্টকে ফিরিয়ে দেয়া হবে। কারণ, তার সাজার মেয়াদ শেষ হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘটিত সংঘর্ষের ঘটনা সম্পর্কে তিনি বলেছেন, এই বিষয়ে তদন্ত চলছে। এই ঘটনায় পুলিশের গাফিলতি রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Editor in Chief
Contact: 017111-66826
National Desk In-charge
ᴍᴅ. ꜱʜᴀꜰɪqᴜʟ ɪꜱʟᴀᴍ ᴀᴢᴀᴅ ᴋʜᴀɴ
Contact: 01712805804
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com