
কপিল দেব:
পুলিশ সুপার পদে পদোন্নতিতে র্যাংক ব্যাজ পরিধান করলেন সুদর্শন কুমার রায়। আজ (১৫ নভেম্বর) মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম(বার), পিপিএম।

বুধবার ১৫ নভেম্বর সকালে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে এই র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান আয়োজিত হয়।
এসময় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার), পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত সুদর্শন কুমার রায় এর সহধর্মিণী এবং সিলেট রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।