রাজু আহমেদ মামুন
প্রান্তহীন, কী প্রলয় হয়ে বসেছিলাম
নিউরন সিন্যাপসে মুহুর্মুহু বিজলি চমক
যেন সমস্ত এক্সনগুলো ছিঁড়ে-পুড়ে যাবে যাবে!
মাইটোকন্ড্রিয়াগুলো জ্বলছিলো দ্বিগুণ উত্তাপে
আর আগুনের স্রোত তরল গান হয়ে
নেমে আসছিলো ক্রোমোজোম কারখানা থেকে
পরমাণু বাধনে তখন ইলেক্ট্রন ঝড়!
প্রান্তহীন, কী প্রলয় হয়ে বসে ছিলাম
যখন তোমার ঠোঁট- এগোচ্ছিলো আমার
আগুনের কাছে।
সংবাদটি শেয়ার করুন