মাশরুরা লাকী
প্রতিদিন সূর্য কেনো পূর্বদিকে বিকিরণ দিয়ে পশ্চিমে ঢলে পড়ে?
সাগরের ঢেউ কেনো প্রতিনিয়ত ক্লান্তিহীনভাবে দ্রুতবেগে তাড়িত করে?
নক্ষত্রেরা কেনো এতো রহস্যময় উপরেরদিকে জ্বলে থাকে?
মৃত্তিকাফুল কেনোই বা অম্বর পানে চেয়ে চুপটি করে থাকে?
আসলে তারা কেউই জানেনা, এটাই পৃথিবীর শেষপ্রান্ত বলে।
পাখিদের মিষ্টি কলরবে হঠাৎ যখন আমার ঘুম ভাঙ্গে
আমি জেগে উঠি রঙ্গিলা ভোরে,দেরাজে রাখি পা;
কেনো সবকিছু আছে ছিলো যা আগে!
কেনো এ অসহ্য যন্ত্রণা শুধু কবিতার মানে খোঁজে?
হয়তো এটাই আমার পৃথিবীর শেষপ্রান্ত ছিলো বলে!
সংবাদটি শেয়ার করুন