পৃথিবী ব্ল্যাক হোল
পৃথিবী ব্ল্যাক হোল হবে
পৃথিবী একদিন পোড়ামাটি হবে, জ্বলজ্বলে পোড়ামাটি।
পৃথিবী গ্রহ থেকে নক্ষত্রে রূপ নেবে।
নক্ষত্র হবে যখন, কোটি বছর হতে লাগবে এক সেকেণ্ড ।
সুন্দরবন,আফ্রিকার বন,সব বন পুড়বে।
সমুদ্র নদী ঝরনা নিমিষে শুকিয়ে যাবে।
সমুদ্র- প্রানীরা নিমেষেই ঝলসে ছাই হবে।
প্রথমে কয়লা হবে,তারা লাল হয়ে জ্বলবে।
ফুল,ফল,শস্য,হরিণ, সিংহ, বাঘ আরো আরো প্রান
তারা সবাই থমকে যাবে,থমকে যাবে সারি সারি গাছ।
লেলিহান শিখা তাদের গিলে খাবে।
এভাবে জ্বলে জ্বলে কোটি কোটি বছর পেরিয়ে যাবে।
খুব সহজে ধুসর হতে হতে ধুসর,পরে কয়লার মত কালো।
পৃথিবীর আর কাজ থাকবে না,তার গতি থেমে যাবে।
তার ওপর যে তান্ডব এতকাল চলে, তার অবসান হবে।
আবার শোনে রাখো,পৃথিবী গ্রহ থেকে নক্ষত্র হবে।
সমুদ্র জল সব নিশ্বেষ হয়ে যাবে।
প্রানীগুলো মরে যাবে। মানুষও প্রানী
তারাও মরবে। এই পাহাড়, এই মাটি সব পুড়ে কালো রং হবে।
একদিন অন্য গ্রহ থেকে অন্য প্রাণ বলবে
পৃথিবী একটি নক্ষত্র ছিলো।
এই নক্ষত্রে প্রাণ ছিল, সৌন্দর্য ছিল।পরিবার ছিল
সেই সাথে অগ্নিকুন্ড ছিলো। অভিশাপে সব পুড়ে গেছে
এখন একে ব্ল্যাক হোল বলে।
সংবাদটি শেয়ার করুন