১০ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৫
এসবিএন ডেস্ক:
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরী ১৫ হাজার টাকা করার দাবী জানিয়েছে গার্মেন্ট শ্রমিকদের একটি সংগঠন।
মঙ্গলবার সকালে সেগুনবাগিচার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গার্মেন্ট শ্রমিক ফ্রন্টের আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের এক হিসাব তুলে ধরে বলা হয়, ১০ ঘণ্টা কাজ করলে একজন পুরুষের প্রতিদিন ন্যূনতম ৩ হাজার ৩৬৪ এবং নারী শ্রমিকের ২ হাজার ৪০৬ ক্যালরি শক্তির প্রয়োজন হয়।
বর্তমান বাজারে ওই পরিমাণ খাদ্য এবং আনুষঙ্গিক মিলিয়ে পাঁচ সদস্যের এক পরিবারের মাসিক খরচ দাঁড়ায় কমপক্ষে ২৪ হাজার ৫৫০ টাকা।
সেই হিসাবে পরিবারের সদস্য সংখ্যার হেরফেরে প্রতি গার্মেন্ট শ্রমিকের জন্য ন্যূনতম ১৫ হাজার টাকা মজুরীর দাবী জানানো হয়।
সভায় সংহতি জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ও তেল-গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহম্মদ।
গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com