
এসবিএন ডেস্ক:
পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। প্রার্থী চূড়ান্ত করার আগেই এ চিঠি দেয়া হলো।
উপসচিব সামসুল আলম জানিয়েছেন, বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠি স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খানের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘পৌরসভা সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপক্ষেভাবে পরিচালনার নিমিত্ত শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নির্দেশনা জারি করার জন্যে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।’
উল্লেখ্য, ২৩৪টি পৌরসভায় ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি।