প্রকাশিত হতে যাচ্ছে ‘আকাশলীনা–ডায়াসপোরা বাংলা সাহিত্য সংকলন

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৮

প্রকাশিত হতে যাচ্ছে ‘আকাশলীনা–ডায়াসপোরা বাংলা সাহিত্য সংকলন

কামরুন জিনিয়া

অমর একুশে’ ফেব্রুয়ারী এবং ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’কে সামনে রেখে প্রকাশিত হতে যাচ্ছে বহির্বিশ্বে বসবাসকারী অভিবাসী কবি ও লেখকদের মৌলিক রচনা নিয়ে (কবিতা, আখ্যান প্রবন্ধ, ছোটগল্প, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণ এবং অনুবাদ) বিশাল কলেবরে ‘আকাশলীনা–ডায়াসপোরা বাংলা সাহিত্য সংকলন’l (সম্পূর্ণ বিদেশী অনুদান/গ্র্যান্ট নিয়ে l) সবিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা লুইজিয়ানা আর্ট কাউন্সিল এবং লুইজিয়ানা অঙ্গরাজ্যের অনারারী কনসাল জেনারেল অফ বাংলাদেশ, State of Louisiana Consular Corps, Hon. Thomas B. Coleman কে, তাঁর অব্যাহত সহযোগিতার জন্যে!

পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশের শতাধিক (১১৬ জন) কবি ও লেখকদের মৌলিক, নির্বাচিত ও অসাধারণ সব লেখা নিয়ে সমৃদ্ধ এই সংকলনটি ‘অমর একুশে গ্রন্থমেলা’-২০১৮, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ শে ফেব্রুয়ারী থেকে ‘সূচীপত্র প্রকাশনী’ স্টল-এ (৩৪৭, ৩৪৮, ৩৪৯) পাওয়া যাবে বলে আশা প্রকাশ করছি l
সূচীপত্র প্রকাশনীর কর্ণধার শ্রদ্ধেয় সাঈদ বারী, যিনি নিজেও একজন লেখক ও সাহিত্যিক, তাঁর সার্বিক তত্ত্বাবধানে ‘আকাশলীনা-ডায়াসপোরা সংখ্যা’টি একটি বিশেষ মাত্রা নিয়ে অমর একুশে গ্রন্থমেলায় উপস্থিত হবে বলে আমি বিশ্বাস করি!

শতাধিক কবি ও লেখকের মৌলিক রচনা, প্রত্যেকের ছবি, অবস্থান এবং সংক্ষিপ্ত পরিচিতি–সবকিছু (পৃষ্ঠা ৫৬০ +) অল্পসময়ে এক সূঁতোয় বাঁধা মোটেও সহজ কাজ ছিলো না! অগ্রজ সাঈদ বারী ভাইয়ের ঐকান্তিক ইচ্ছা, একাগ্রতা ও একনিষ্ঠতার জন্যেই কার্যতঃ সম্ভব হচ্ছে l আমি তাঁকে আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও সাধুবাদ জানাই অভিবাসী সকলের পক্ষ থেকে l
এক নজরে নিচের ছবিতে বইটির প্রচ্ছদ, ফ্ল্যাপসহ প্রচ্ছদ এবং যাঁদের লেখা থাকছে এ-বছরের সংকলনটিতে–
(বরাবরের মতো সূচীপত্র সাজানো হয়েছে কবি ও লেখকের নামের আদ্যক্ষর অনুযায়ী, অন্য কোনো মানদণ্ডে নয় l)

লাইভ রেডিও

Calendar

October 2023
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031