প্রকাশিত হলো ১০০ গল্প নিয়ে একক গল্পগ্রন্থ “একাই একশো”

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২১

প্রকাশিত হলো ১০০ গল্প নিয়ে একক গল্পগ্রন্থ “একাই একশো”

প্রকাশিত হলো বাংলা কথাসাহিত্য ইতিহাসের প্রথম ১০০ শব্দের ১০০ গল্প নিয়ে একক গল্পগ্রন্থ “একাই একশো”। এটি লিখেছেন সাম্প্রতিক সময়ের আলোচিত তরুণ গল্পকার তৌফিক মিথুন।

তৌফিক মিথুনকে সবাই চেনেন তার ভৌতিক গল্পের জন্য। বর্তমানে বাংলাদেশের লেখকদের মধ্যে যাদের ভৌতিক ঘরানার গল্প পাঠকপ্রিয়তা পাচ্ছে, তিনি তাদের মধ্যে অন্যতম একজন। সেই তিনিই নিজের খোলস ভেঙ্গে একের পর এক নিজেকে চেনাচ্ছেন নতুন করে। তাঁর সাম্প্রতিক সময়ের রম্য গল্পের বই ‘আমাদের পাপ্পু ভাই’ যেমন পেয়েছে ব্যাপক পাঠকপ্রিয়তা। ঠিক তেমন করেই পাঠক তাঁর শত শব্দের অনুগল্পের বই “একাই একশো” নিয়েও দেখাচ্ছেন সমান আগ্রহ।

 

ইতিহাসের অংশ হয়ে যাওয়া ‘একাই একশো’ বইটিতে সমকালীন গল্পের পাশাপাশি স্থান পেয়েছে ভৌতিক, রম্য, সায়েন্স ফিকশন, থ্রিলার, মুক্তিযুদ্ধ, শিশুতোষ সহ বিভিন্ন স্বাদের গল্প। যেগুলো প্রায় সব বয়সীদেরই পাঠোপযোগী। প্রতিটি গল্পই ১০০ শব্দের হলেও, গল্পগুলো পাঠককে ভাবাবে, নিয়ে যাবে চিন্তার গভীর থেকে গভীরে।

 

নভেম্বরে প্রকাশিত এই বইটির মোড়ক উন্মোচন করেছেন বিখ্যাত কথা সাহিত্যিক মনি হায়দার। বইটি সম্পর্কে তিনি বলেন,

‘ছোট এক টূকরো জীবনে কতো সহস্র গল্প! মিথুন সেই ছোট জীবনের বিন্দু বিন্দু গল্পের কাঠামোয় তুলে এনেছেন-অমৃত আর হলাহল। দুটোর মধ্যেই প্রতিদিনের জীবন থাকে নিমজ্জিত। মিথুন নিমজ্জিত জীবনের ভগ্নাংশ তুলে এনেছেন শব্দের মায়া বিভ্রম কৌশলে, দারুন দক্ষতায়, নিমিষের স্রোতে। জয় হোক বাংলা ছোট গল্পের এবং তৌফিক মিথুনের নিরীক্ষা যাত্রা!’

 

বাংলা কথাসাহিত্যের অনন্য সংযোজন এই বইটি প্রকাশ করেছে স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ‘পরিবার পাবলিকেশন্স’।

বইটির মলাট মূল্য ধরা হয়েছে ৩০০টাকা। এটি পেতে যোগাযোগ করতে হবে boikini.com কিংবা পরিবার পাবলিকেশন্সের ফেসবুক পেইজে।