ঢাকা ৯ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


প্রকৃতি কলমে

Red Times
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৬:৩০ অপরাহ্ণ
প্রকৃতি কলমে
তানিয়া আক্তার
হে প্রকৃতি,
তোমাকে বলা আমার না বলা অনুভূতি —
হে প্রকৃতি,
তোমার এই নিশ্চুপ,  নির্জন,  সবুজ বাতায়ন
দেখে বিমহিত নিশ্চল চঞ্চলা এ মন।
হে প্রকৃতি,
সবুজের মাঝে মিষ্টি ফুলের ঘ্রাণে
তুমি কেড়ে নাও আমার বিষন্নতা
দিয়ে যাও শান্তির সুবাতাস এ প্রাণে।
হে প্রকৃতি,
দেখে পাহাড়ি ঢলের স্রোতধারা
পুর্ণময় হৃদয়, যা ছিল বড়ই ছনঞ্চহাড়া।
হে প্রকৃতি,
তোমারই কাছে আমি ঋণি হই না কো একা
না বলা অনুভূতি আমার এ কবিতায় লেখা।
কবি পরিচিতি-
তানিয়া আক্তার
সহকারী শিক্ষক
খামারধল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়
নাগরপুর, টাংগাইল
সার্বিক সহযোগিতায়-
ডা.এম.এ.মান্নান
নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা
রেড টাইমস

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031