কামরুজ্জামান হিমু
প্রতিটি হত্যার বিচার চান শিক্ষার্থীরা।
রাজধানীতে শুক্রবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। উত্তরায় বৃষ্টি উপেক্ষা করে ‘মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে’ যোগ দিয়েছেন শিক্ষার্থীরা।
রাজউক উত্তরা মডেল কলেজের সামনে তাদের সঙ্গে যোগ দেন শিক্ষক ও অভিভাবকরা।
সকাল সাড়ে ১০টার মধ্যেই ভরে গেল প্রতিষ্ঠানটির সামনের সড়ক। ছাত্র হত্যার বিচারের দাবিতে শুরু হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ।
দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভে বন্ধ হয়ে যায় কলেজের সামনের সড়কের যান চলাচল
সমাবেশে উপস্থিত এক এইচএসসি পরীক্ষার্থী বলেন, ‘আমি এইচএসসি পরীক্ষার্থী। কিন্তু আমি পড়ায় মনোযোগ দিতে পারছি না। কারণ, পুলিশ আমার সহপাঠী ভাইকে (অন্যান্য এইচএসসি পরীক্ষার্থী) কোনো প্রকার অপরাধ ছাড়া ধরে নিয়ে যাচ্ছে। তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা আমাদের ভাইকে জেলে রেখে আর কোনো পরীক্ষায় বসতে পারব না।’
প্রতিটি হত্যার বিচার চান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সঙ্গে সমাবেশে অংশ নেন কলেজের অনেক শিক্ষক ও অভিভাবক। তারাও অনেকে শিক্ষার্থীদের সঙ্গে বিচারের দাবিতে স্লোগান ধরেন।
এক অভিভাবক বলেন, ‘আমার মেয়ে কলেজে পড়ে। এখন বাসা থেকে বের হলেই আর মনে শান্তি পাই না। সারাক্ষণ আতঙ্কে থাকি। আমিও এ ধরনের অন্যায়ের বিচার চাই। তাই বৃষ্টি উপেক্ষা করেই মেয়ের সঙ্গে কর্মসূচিতে এসেছি।’
এদিকে কর্মসূচি ঘিরে সকাল থেকে বিভিন্ন স্পটে অবস্থান করছে পুলিশ। আওয়ামী লীগ নেতাকর্মীরাও মাঠে রয়েছে।
সংবাদটি শেয়ার করুন